Sign In

Blog

Latest News
দক্ষিণ আফ্রিকায় ডায়মন্ড খনিতে পাঁচ ঘন্টা আটকা ৭০ শ্রমিক

দক্ষিণ আফ্রিকায় ডায়মন্ড খনিতে পাঁচ ঘন্টা আটকা ৭০ শ্রমিক

দক্ষিণ আফ্রিকায় ডায়মন্ড খনিতে পাঁচ ঘন্টা আটকা ৭০ শ্রমিক

দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের ক্লার্কসড্রপ এলাকায় ডায়মন্ড খনিতে ৭০ জন খনি শ্রমিক আটকা পড়েন।

উত্তর পশ্চিমের ক্লার্কসড্রে অরকনি নামক একটি ডায়মন্ড খনিতে আজ শনিবার সকালে একটি সিস্টেমিক কম্পনের ফলে খনির ভূগর্ভস্থ কর্মরত অবস্থায় আটকা পড়েন তারা।

আটকে পড়ার দীর্ঘ ৫ ঘন্টা পর উদ্ধারকর্মীরা খনির ভূগর্ভ থেকে তাদের উদ্ধার করেন। ন্যাশনাল ইউনিয়ন অব মাইনওয়ার্কার্সের (এনইউএম) সভাপতি জোসেফ মন্টিসেটসি বলেছেন, খনিটিতে ব্যবস্থাপনার ত্রুটির কারণে এই কম্বনটি সৃষ্টি হয় যার কারণে কর্মরত শ্রমিকেরা প্রায় ৫ ঘন্টা জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছিল।

একই সমস্যার কারণে ২০১৭ সালে খনি শ্রমিকরা একই পরিস্থিতিতে ৫০০ শ্রমিক আটকা পড়েছিল। ঐ দুর্ঘটনার প্রায় ২ বছর অতিবাহিত হলেও কর্তৃপক্ষ যদিও এখনও কার্যকরি কোনো ব্যবস্হা গ্রহন করেনি।

মন্টিসেটসি বলেছেন যে,খনির ভূগর্ভের জায়গাটি শ্রমিকদের কাজের জন্য অনিরাপদ হওয়ায় এটি তাদের সদস্যদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published.